রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

থালা-বাটি নিয়ে যমুনা অভিমুখী চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীদের থামাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

থালা-বাটি নিয়ে যমুনা অভিমুখী চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীদের থামাল পুলিশ
শাহবাগে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীদের যমুনা অভিমুখে যাত্রা আটকে দেয় পুলিশ।

চাকরিপ্রত্যাশীদের বয়সসীমা বাড়ানো, বিশেষ নিয়োগ ব্যবস্থা ও স্বতন্ত্র কোটা পুনর্বহালসহ পাঁচ দফা দাবিতে থালা-বাটি নিয়ে যমুনা অভিমুখে লং মার্চ করছেন দৃষ্টি প্রতিবন্ধীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শাহবাগ থেকে শুরু হওয়া লং মার্চ ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে দৃষ্টি প্রতিবন্ধীরা শাহবাগ থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাদের জাতীয় জাদুঘরের সামনে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।


বিজ্ঞাপন


চাকরিপ্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধীদের দাবিগুলো হলো-

১. প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বেকার, শিক্ষিত প্রতিবন্ধীদের জন্য প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে বিশেষ নিয়োগ দিতে হবে।
‎‎২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন করতে হবে।

‎৩. দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধীরা নিজের পছন্দমতো শ্রুতি লেখক (বিকল্প সহকারী) মনোনয়নের স্বাধীনতা পাবে এমনভাবে নীতিমালা হালনাগাদ করতে হবে।

‎৪. সমাজসেবা অধিদফতর ও সংশিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট পদসংখ্যায় নিশ্চিত নিয়োগ দিতে হবে।


বিজ্ঞাপন


‎৫. প্রতিবন্ধী প্রার্থীদের সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করতে হবে। আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ হলে তা ৩৭ বছর করতে হবে।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা বলেন, শিক্ষিত, যোগ্য ও কর্মক্ষম যুব প্রতিবন্ধীরা দীর্ঘদিন ধরে কর্মসংস্থান থেকে বঞ্চিত। তারা ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে ন্যায্য অধিকার দাবি জানিয়ে আসছেন। তবে এখনও কর্মসংস্থানে অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী কোটা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি।

একেএস/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর