নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়াতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে জাতীয় রুট টপ সোলার কর্মসূচি প্রণয়ন বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বিদ্যুৎ উপদেষ্টা বলেন, ‘সারা বিশ্বে সৌর বিদ্যুৎ তথা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে। নেপালে এর পরিমাণ প্রায় ৭৫ শতাংশ। ভারতে ৩০ থেকে ৪০ পারসেন্ট। কিন্তু আমাদের মাত্র ২ থেকে ৩ পার্সেন্ট।’
তিনি বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পারলে আমাদের বিদ্যুতের ওপর থেকে চাপ কমে আসবে। এলএনজি আমদানি কম করতে হবে। বিদ্যুৎ ব্যবহারের সুদিন ফিরে আসবে।’
উপদেষ্টা বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫ অনুযায়ী সরকার ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ ও ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ প্রণয়ন করা হয়েছে, যা গত ২৯ জুন উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়েছে।’
তিনি বলেন, ‘এর আওতায় সারা দেশে ২০০০-৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা এই কর্মসূচি দুটি উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হবে।’
বিজ্ঞাপন
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান সরকারের অর্থায়নে এর নিজস্ব ভবনের ছাদে (ভাড়া করা স্থাপনা ব্যতীত) সোলার প্যানেল স্থাপন করবে। তবে সরকার নিয়ন্ত্রিত যে সকল প্রতিষ্ঠান/কোম্পানির নিজস্ব আয় আছে, তারা নিজ উদ্যোগে স্ব স্ব প্রতিষ্ঠানে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করবে এবং নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগকে অবহিত করবে।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে মন্ত্রণালয়গুলো থেকে প্রস্তাব আসা শুরু হয়েছে। এ সকল প্রস্তাব বিদ্যুৎ বিভাগ যাচাই করে অর্থ মন্ত্রণালয়ে পাঠাচ্ছে। বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।’
উপদেষ্টা বলেন, ‘রুফটপ সোলার সিস্টেম বাস্তবায়নের জন্য একটি ওয়েব ভিত্তিক এপ্লিকেশন তৈরি করা হয়েছে। যার মাধ্যমে শুধু ছাদের ক্ষেত্রফল দিলেই এটি সম্পূর্ণ প্রস্তুত করা যায়। কোন পণ্যের কী ধরনের মূল্য, তাও সেখানে উল্লেখ থাকে। এর ফলে খুব সহজেই প্রাক্কলন প্রস্তুত করা যাচ্ছে এবং একই সঙ্গে পণ্যের যথাযথ মূল্য সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। একজন গ্রাহক খুব সহজেই এই ওয়েব এপ্লিকেশন থেকে ধারণা করতে পারবেন, প্রতি মাসে তার কত টাকা বিদ্যুৎ বিল কমবে এবং কত বছরের মধ্যে তার বিনিয়োগ লাভজনক হবে। এই ওয়েব ভিত্তিক এপ্লিকেশন বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে সংযুক্ত রয়েছে।’
বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মমতাজ বেগম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
এএইচ

