শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
প্রতীকী ছবি

‎রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

‎বুধবার (১৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


‎ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গণ-অভ্যুত্থান দমনে গণহত্যা চালানোর অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে মামলা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর গণহত্যা ও আওয়ামী লীগের শাসনের সময়ে গুমের অভিযোগগুলোর বিচারের উদ্যোগ নেয়। এ জন্য ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে সরকার। 


বিজ্ঞাপন


ওই মাসেই ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা এবং অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পরও ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত রয়েছে বলে সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ থাকায় সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়।

এর ৬ মাস পর ২০২৫ সালের মে মাসে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার।

কার্যক্রম নিষিদ্ধের পরও দলটির নেতাকর্মীরা মাঝেমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে। অনেক সময় দলটির অনেক নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন। এবার ঢাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটির আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করল ঢাকা মহানগর পুলিশ।

‎‎একেএস/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর