শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

fire
মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ছবি: ঢাকা মেইল

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এর আগে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল ঘটনাস্থল থেকে। এছাড়া দগ্ধ হয়েছেন আরও আটজন। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের ১৬ জন নিহতের খবর নিশ্চিত করেন।  


বিজ্ঞাপন


Fire

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, গার্মেন্টস অংশ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। কেমিক্যাল গোডাউন অংশে এখনো তল্লাশি চালানো সম্ভব হয়নি। সেখানেও মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এসব মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা লাগবে বলে জানিয়েছেন তিনি।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, গার্মেন্টসের ভেতর থেকে ১৬ জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। পোশাক কারখানার দ্বিতীয় এবং তৃতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। কেমিক্যাল গোডাউনের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আরও সময় লাগবে। গোডাউনে ৬-৭ ধরনের কেমিক্যাল ছিল। আগুন ধরার সাথে সাথেই তা দ্রুত ছড়িয়েছে, তাই গার্মেন্টস অংশে থাকা কর্মীরা বাইরে বের হতে পারেনি এবং ছাদেও উঠতে পারেনি। তাই তাদের মৃত্যু হয়েছে।

RR33 


বিজ্ঞাপন


এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের ওই গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খরব পায় ফায়ার সার্ভিস। বেলা ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে একে একে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। সবশেষ ১২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন এখনো পুরোপুরি নেভেনি।

বিকেলে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসীম সাংবাদিকদের ৯ জনের মরদেহ উদ্ধারের খবর জানিয়েছিলেন। তবে তল্লাশিকাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছিলেন তিনি।

Fire22

নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ রয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর