শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি হচ্ছে ইলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

বলেশ্বর থেকে ঢাকার বাজার, চড়া ইলিশের দাম
ছবি: সংগৃহীত

সরকারি নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। বড় বাজারে কড়াকড়ি থাকায় ব্যবসায়ীরা এখন আশ্রয় নিয়েছেন রাজধানীর বিভিন্ন মহল্লা ও অলিগলির ভ্রাম্যমাণ বিক্রিতে। এতে নিষেধাজ্ঞার কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ও মহল্লা ঘুরে এমন দৃশ্য দেখা যায়। 


বিজ্ঞাপন


রাজধানীর যাত্রাবাড়ী ও আশপাশের কয়কটি এলাকায় জাটকা ইলিশ বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতাদের প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন পাড়া-মহল্লা ও গলিতে মাছের ডালা নিয়ে বসে থাকতে দেখা গেছে। ব্যবসায়ীরা অনেকটা লুকিয়ে ও গোপনে কেনাবেচার চেষ্টা করছেন।

রায়েরবাগ এলাকায় ইলিশ মাছ বিক্রির ছবি তুলতে গেলে একজন বিক্রেতা নিষেধ করেন। তিনি বলেন, ভাই জানেন তো মাছ ধরা, বেচা এখন নিষেধ। তারপরও জীবিকার তাগিদে নিয়ে আসছি। অনেক গ্রাহক ইলিশ মাছ চায়। 

এছাড়া হাতেগোনা কয়কটি ভ্যানগাড়ি বা ঝুড়ি হাতে ইলিশ বিক্রেতাদের আনাগোনা দেখা গেছে। তবে বিক্রির সংখ্যা কম। কারণ এগুলো আকারে ছোট। 
অপর এক বিক্রেতা বলেন, আমার এখানে কয়ক কেজি মাছ আছে। এগুলো নিষেধাজ্ঞার আগেই কেনা। ফ্রিজে রেখেছিলাম। আজ শুক্রবার কেনার মানুষ পেলে বিক্রি করবো তাই নিয়ে আসছি। আমার মাছ ছোট ৮-১০টায় কেজি হবে।

ভোক্তারা জানান, চুপিসারে ইলিশ বিক্রি করছেন এসব বিক্রেতা। কেউ কেউ বাড়ির উঠোনে বা গলির মোড়ে দাঁড়িয়ে মাছ বিক্রি করছেন। দামও তুলনামূলক বেশি— প্রতি কেজি ১৪০০ থেকে ১৮০০ টাকা।


বিজ্ঞাপন


একজন ক্রেতা বলেন, বাজারে পাওয়া যায় না, কিন্তু গলিতে গেলেই পাওয়া যায়। অনেকে বাসায় ডেলিভারিও দেয়। অন্যদিকে এক বিক্রেতা জানান, নিষেধাজ্ঞার সময় বড় বাজারে গেলে ধরা পড়ে যেতে হয়। তাই গলিতে গলিতে বিক্রি করছি।

বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ বিক্রি চলতে থাকলে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম ভেস্তে যেতে পারে, যা ভবিষ্যতে উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, অক্টোবরের শুরুতে মা মাছ রক্ষায় ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহন ও মজুদ নিষিদ্ধ করে এক প্রজ্ঞাপন জারি করে সরকার। 

এতে বলা হয়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত থেকে সারাদেশে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।

বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা করে এই ২২ দিন নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, মৎস্যজীবীদের মতামত ও সংশ্লিষ্ট সংস্থার পরামর্শের ভিত্তিতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর