শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাজারীবাগে কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ১১:২১ এএম

শেয়ার করুন:

sagor
দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’। ছবি- ঢাকা মেইল

রাজধানীর হাজারীবাগ এলাকার ভয়ঙ্কর কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ কে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

‎মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ডন সাগর হাজারীবাগ, জিগাতলা, গজমহল ও বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল। তার নেতৃত্বে থাকা সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল।

‎এর আগে সাগর তার সহযোগীদের নিয়ে নয়ন নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এতে তার হাত ও শরীরে মোট ১৩টি সেলাই দিতে হয়। 

এ ঘটনা সেনাবাহিনীর গোয়েন্দা শাখার নজরে এলে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ‘ডন সাগর’-কে হাতেনাতে গ্রেফতার করে।

‎এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘সেনা অভিযানে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর