বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

দুর্নীতির অভিযোগকারীদের ক্ষমা চাইতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০৪:২০ এএম

শেয়ার করুন:

দুর্নীতির অভিযোগকারীদের ক্ষমা চাইতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

আজ অনুষ্ঠিত হয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ‘পদ্মা সেতু : এক দশকের প্রবৃদ্ধি ও সমৃদ্ধির মাইলফলক’ অনুষ্ঠান। সেখানে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকারীদের ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দিতে বলেছেন। 

বুধবার (২৯ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু আমাদের নিজস্ব অর্থায়ন ও সম্পদ দিয়ে নির্মিত হয়েছে।'


বিজ্ঞাপন


গত শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন রোববার থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ড. মোমেন গত এক দশকে বাংলাদেশর উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির কথাও বলেন।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী ও উদ্ভাবনী উদ্যোগ বাংলাদেশকে প্রধান ফসল উৎপাদনে একটি স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছে, যাতে ১১ লাখ টন থেকে চারগুণ বেড়ে ৪৪ লাখ টনে উন্নীত হয়েছে। ব্যবসা-বান্ধব সরকার রপ্তানি আয় ৭/৮ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৪৮ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছে।'

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ অন্যান্য দেশের প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথাও বলেন পররাষ্ট্রমন্ত্রী। ২৫ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়ে করোনাকালীন সময়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তারা, এমনটা বলেন মোমেন।

অনুষ্ঠানে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বক্তব্য রাখেন। তিনি বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে আমাদেরকে একটি স্বাধীন জাতি উপহার দিয়েছিলেন। ৫১ বছর পর তার স্বপ্নদ্রষ্টা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক পদ্মা সেতু উপহার দেন। যা বাংলাদেশের স্বনির্ভরতা ও আত্মমর্যাদার এক গৌরবময় প্রতীক এবং বঙ্গবন্ধুর সোনার বাংলার দিকে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির একটি মাইলফলক।'


বিজ্ঞাপন


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান। তিনি পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে অভিনন্দন জানান।

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর