শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে চায় ব্রিটেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে চায় ব্রিটেন
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে চায় ব্রিটেন

ব্রিটেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এই কথা জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, ব্রিটেন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সহায়তা প্রদান করতে চায়। বিশেষ করে ভোটগ্রহণে কাজ করা পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করতে আগ্রহী তারা।

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ভোটের তারিখ ধার্য থাকায় নির্বাচন কমিশন সব প্রস্তুতি দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যস্ত রয়েছে। এ লক্ষ্যে তারা বিভিন্ন দেশের দূত ও প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে।

এমএইচএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর