রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যারাই ক্ষমতায় আসুক, সংস্কার বাস্তবায়নে সমস্যা হবে না: প্রধান উপদেষ্টা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

যারাই ক্ষমতায় আসুক, সংস্কার বাস্তবায়নে সমস্যা হবে না: প্রধান উপদেষ্টা

স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিকবান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে সরকার। আগামীতে জনগণের ভোটে যে দলই ক্ষমতায় যাক না কেন, সংস্কার বাস্তবায়নের কোনো সমস্যা হবে না।


বিজ্ঞাপন


শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় প্রধান মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

বাংলাদেশের সরকারপ্রধান বলেন, ‘ছাত্র-জনতা রক্ত দিয়ে দেশ গড়ার সুযোগ দিয়েছে, ভেঙে পড়া রাষ্ট্রকে গড়ে তুলতে ব্যাপক সংস্কারের প্রয়োজন ছিল। ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি অন্তর্বর্তী রাষ্ট্রকাঠামো গড়ে তোলাই আমাদের লক্ষ্য। যেখানে কোনো স্বৈরশাসনের আবির্ভাব হবে না। রাষ্ট্র ও জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না।’

এ সময় বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরতে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা খুবই জরুরি। গত ১৫ বছরে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমাদের মূল কাজ টাকা ফেরত আনা। যেসব দেশ ও প্রতিষ্ঠান পাচার হওয়া টাকা গচ্ছিত রাখছে, তাদের কাছে ফেরত দেয়ার আহ্বান জানান তিনি।

টাকা পাচার রোধে অন্তর্জাতিক কঠোর আইন করারও দাবি জানান সরকারপ্রধান।


বিজ্ঞাপন


এছাড়া ভাষণে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট তুলে ধরেন মুহাম্মদ ইউনূস।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর