শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ডিজিটাল লাইসেন্সের আওতায় আসছে ডিএনসিসি’র রিকশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন ২০২২, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

ডিজিটাল লাইসেন্সের আওতায় আসছে ডিএনসিসি’র রিকশা

বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রিকশার লাইসেন্স আছে মাত্র ২৮ হাজার। অন্যদিকে রিকশা চলে দশ লক্ষ। যাদের প্রায় সবাই নকল লাইসেন্স ব্যবহার করছে। এমন বাস্তবতায় রিকশায় ডিজিটাল নাম্বার প্লেট বসানোর কথা ভাবছে সংস্থাটি। 

বুধবার (২৯ জুন) বনানীতে শেরাটন হোটেলে বাংলাদেশ ব্যাংকের পাইলট প্রকল্প ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ কার্যক্রমে অংশ নিয়ে এ ভাবনার কথা জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। 


বিজ্ঞাপন


ডিএনসিসি মেয়র বলেন, আগামী ছয় মাসের মধ্যে রিকশার লাইসেন্স কার্যক্রম হাতে নিতে চাই। যেখানে রিকশার জন্য ডিজিটাল নাম্বার প্লেট করা হবে ডিউআর কোড সহ। যে কোটের মধ্যে রিকশার বিস্তারিত তথ্য থাকবে। 

মেয়র বলেন, প্রথম অবস্থায় ঢাকা শহরে (ডিএনসিসি এলাকার) দুই হাজার রিকশায় ডিউআর কোড দিয়ে শুরু করব। যে নাম্বার প্লেট তৈরি করা হবে দেশের বাহির থেকে। যা নকল করার কোনও সুযোগ নেই। এছাড়াও আগামী মাস থেকে ডিজিটাল গাড়ি পার্কিং সেবা শুরু হবে বলেও জানান তিনি।  

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, স্মার্ট গরুর হাট নিয়ে কাজ করার এখন ৩য় বছর আমাদের। শুরু করতে গিয়ে অনেক প্রশ্নের মুখে আমাদের পড়তে হয়েছে। আমরা মনে করছি শুরু করার মাধ্যমে সমস্যগুলো ধরা পড়বে। তখন আমাদের ২ হাজার সাতশত কোটি টাকা বিক্রি হয়ে ছিলো ডিজিটাল মাধ্যমে। 

ডিজিটাল মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রথম বারের মতো ডিজিটাল হোল্ডিং টেক্স কার্যক্রম শুরু করে জানিয়ে মেয়র বলেন,আগে হোল্ডিং টেক্স পিজিকাল নিতে গেলে তখন দুর্নীতির একটা সুযোগ থেকে যেতো। আমাদের এখন পরবর্তী প্রচেষ্টা ট্রেড লাইসেন্স ডিজিটাল করা। এবছরের শেষ নাগাদ ট্রেড লাইসেন্সও অনলাইনের মাধ্যমে হয়ে যাবে। 

ডিএইচডি/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর