শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‎আগারগাঁওয়ে ফুটপাত দখল নিয়ে সংঘর্ষে চা দোকানি নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

DMCH
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল

‎রাজধানীর আগারগাঁও এলাকায় ফুটপাত দখল করতে গিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে আটটায় আগারগাঁও তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তি হলেন— মো. বাবুল (৪০)। তিনি ফুটপাতে দোকানে চা বিক্রি করতেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার পর তালতলা এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে দু-পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় প্রায় আধা ঘণ্টা সংঘর্ষে চলে। এতে দু-পক্ষের কয়েকজন আহত হলেও চা দোকানদার বাবুল এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে স্থানীয় এলটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় সকালে চা দোকান বাবুল মারা যায়।

এ ঘটনায় রাতেই শেরে বাংলা নগর থানায় মামলা করা হয়।

এ ঘটনায় শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক বলেন, গতকাল (মঙ্গলবার) মারামারির পর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আজকে সকালে চিকিৎসাধীন অবস্থায় আহত একজন নিহত হয়েছে।


বিজ্ঞাপন


একেএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর