মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জরুরি সেবায় ৫৯ বছরে প্রাণ হারান ৪৯ ফায়ার ফাইটার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

জরুরি সেবা দিয়ে গিয়ে ৫৯ বছরে প্রাণ গেল ৪৯ ফায়ার ফাইটারের
জরুরি সেবা দিতে গিয়ে ৫৯ বছরে প্রাণ হারিয়েছেন ৪৯ ফায়ার ফাইটার। ফাইল ছবি

জরুরি সেবা দিতে গিয়ে গত ৫৯ বছরে প্রাণ হারিয়েছেন ৪৯ জন ফায়ার ফাইটার। আগুন নেভানো ছাড়াও নৌকাডুবি এবং পানিতে পড়ে যাওয়া লোকজনকে উদ্ধার, সড়ক দুর্ঘটনা এবং লোকজনের হাতে মারধরের শিকার হয়ে তারা মারা যান। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।  


বিজ্ঞাপন


552516821_817552824172354_7375876030382266929_n
জরুরি সেবায় ৫৯ বছরে প্রাণ হারান ৪৯ ফায়ার ফাইটার। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

ফায়ার সার্ভিস জানিয়েছে, ১৯৬৬ সালে একজন, ১৯৭১ সালে একজন, ১৯৭৩ সালে একজন, ১৯৮১ সালে একজন, ১৯৮২ সালে ২ জন, ১৯৮৮ সালে ২ জন, ১৯৮৯ সালে একজন, ১৯৯১ সালে একজন, ১৯৯৬ সালে একজন, ২০০০ সালে তিনজন, ২০০১ সালে দুইজন, ২০০৬ সালে একজন, ২০০৭ সালে একজন, ২০০৮ সালে ৪ জন, ২০০৯ সালে দুজন, ২০১৩ সালে ও ২০১৫ দুজন, ২০১৭ সালে দুজন, ২০১৯ ও ২০২০ সালে দুজন, ২০২১ সালে দুজন, ২০২২ সালে ১৩ জন, ২০২৩ সালে একজন, ২০২৪ সালে দুজন এবং ২০২৫ সালে একজন নিহত হয়েছে।  

552225662_2109918306480492_801734002024032085_n
জরুরি সেবায় ৫৯ বছরে প্রাণ হারান ৪৯ ফায়ার ফাইটার। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে 

এছাড়াও গত ১০ বছরে ৩৮৬ জন আহত ও ২৪ জন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন।

এর মধ্যে ২০১৫ সালে আহত ৩৭ ও একজন নিহত, ২০১৬ সালে আহত ৭২ জন,  ২০১৭ সালে আহত ৪৭ ও দুই জন নিহত, ২০১৮ সালে আহত ২৪ জন, ২০১৯ সালে আহত ২৯ জন ও একজন নিহত,  ২০২০ সালে আহত ৩৭ ও একজন নিহত,  ২০২১ সালে আহত ৮ ও দু'জন নিহত,  ২০২২ সালে আহত ৪০ ও ১৩ নিহত,  ২০২৩ সালে আহত ৫৪ ও একজন নিহত, ২০২৪ সালে আহত ৩৮ ও দু'জন নিহত হয়। তবে ২০২৫ সালে নিহত। তবে এ বছর এখন পর্যন্ত কতজন আহত তা জানা সম্ভব হয়নি। ২০২২ সালে নিহতের সংখ্যা ছিল স্মরণকালের চেয়েও বেশি। 

এমআইকে/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর