শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিলপাটা দিয়ে আঘাত করে নানিকে হত্যা, ঘাতক নাতি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

শিলপাটা দিয়ে আঘাত করে নানিকে হত্যা, ঘাতক নাতি গ্রেফতার
ঘাতক সাজুকে গ্রেফতার। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর সিটি পল্লী এলাকায় হাসিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধাকে শিলপাটা দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার কথিত নাতি সাজেদুল হক সাজুকে (৩০) গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


বিজ্ঞাপন


যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শেখ নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বৃদ্ধার মাথা, গলা, হাত, বুক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো কাঁচি ও শিলপাটা দিয়ে তাকে আঘাত করা হয়েছে।

পুলিশ জানায়, এরশাদ সরকারের আমল থেকে হাসিনা বেগম সিটি পল্লী এলাকায় একাই বসবাস করতেন। সাজেদুল হক সাজু তাকে নানি বলে ডাকতেন। শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যেকোনো সময় তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে ধারণা করা হচ্ছে।

আসামি সাজেদুলের বিরুদ্ধে এর আগে নেত্রকোনা থানায় একটি মাদকের মামলা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি মাদকাসক্ত অবস্থায় এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন।


বিজ্ঞাপন


এ ঘটনায় নিহতের ভাতিজা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বর্তমানে সাজেদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর