রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এটিইও নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আজ রাতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

এটিইও নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আজ রাতে
এটিইও নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আজ রাতেই। ফাইল ছবি

সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগ পরীক্ষার ফলাফল আজ রোববার (২১ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। রাত ৮টার মধ্যেই ফল প্রকাশ হবে বলে জানিয়েছে পিএসসির একজন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির ওই কর্মকর্তা বলেন, এটিইও নিয়োগ পরীক্ষার ফল প্রস্তুত। যেকোনো সময় প্রকাশ হতে পারে। রাত ৮টার মধ্যে প্রার্থীরা ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন বলেও আশা করছেন তিনি।


বিজ্ঞাপন


এর আগে ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এটিইও নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার ৫১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগ দেওয়া হবে। এর বিপরীতে প্রায় এক লাখ প্রার্থী এ পরীক্ষায় অংশ নেন।

এএসএল/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর