শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ছিনতাই করে পালানোর সময় আটক ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

ছিনতাই করে পালানোর সময় আটক ২
ছিনতাই করে পালানোর সময় আটক ২। ফাইল ছবি

রাজধানীর মিরপুরে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় জনতা দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এরা হলেন সাইফ আহমেদ (২৮) ও সিফাতুল হক (২৯)। গতকাল বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতর এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন।


বিজ্ঞাপন


তিনি জানান, বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এলাকায় দুই ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে এসে রাতিম ও শান্ত নামে দুই কলেজছাত্রের পথ রোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করে। তখন রাতিম ও তার বন্ধুরা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে। পরে তাদের টহল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় দুই ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সুইচগিয়ার ছুরি জব্দ করা হয়েছে।

ওসি সাজ্জাদ রোমন জানান, এ ঘটনায় ওই দুই ছাত্র দ্রুত বিচার আইনে মামলা করেছেন। দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমআইকে/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর