শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুলশানে অভিযান চালিয়ে নারী মাদক কারবারিসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ এএম

শেয়ার করুন:

গুলশানে অভিযান চালিয়ে নারী মাদক কারবারিসহ গ্রেফতার ৪

রাজধানীর গুলশান থানাধীন নর্দ্দার কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারী ও তার তিন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানা পুলিশের এ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক/৫৫ নর্দ্দা, কালাচাঁদপুরের একটি বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করা হয়।

গ্রেফতাররা হলেন— হেনা আক্তার, সৈকত ইসলাম, সিরাজ আহমেদ রিফাত ও খায়রুল ইসলাম।

অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা, বিক্রির জন্য ব্যবহৃত ২৫টি জিপার পলিথিন এবং নগদ দুই লাখ ৩৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মূল আসামি হেনা আক্তারের নামে এর আগেও দুটি জিআর ওয়ারেন্ট মুলতবি রয়েছে।

একেএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর