সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পদ্মা সেতু নিয়ে রচনা প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন ২০২২, ১১:৫৬ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতু নিয়ে রচনা প্রতিযোগিতা

স্বপ্নের পদ্মা সেতুর চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে শিক্ষাবিষয়ক মাসিক পত্রিকা 'এডুকেশন ওয়াচ'। তিনটি গ্রুপে বিভক্ত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ‘স্বপ্নের পদ্মা সেতু এখন নন্দিত বাস্তবতা’ শিরোনামে ১৫০০ থেকে ২০০০ হাজার শব্দের মধ্যে রচনা লিখে পাঠাবেন ১৫ জুলাইয়ের মধ্যে।

মঙ্গলবার এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এডুকেশন ওয়াচ। এতে বলা হয়, প্রত্যেক গ্রুপের সেরা ৫ জন পাবে আকর্ষণীয় পুরস্কার। রয়েছে সম্মাননা ক্রেস্ট ও সনদ। এছাড়া পুরস্কারপ্রাপ্ত রচনাগুলো প্রকাশ করা হবে এডুকেশন ওয়াচ পত্রিকার বিশেষ সংখ্যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই মেডেল ও সনদ পাওয়া যাবে। 


বিজ্ঞাপন


পুরস্কার বিতরণের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

প্রতিযোগিতার গ্রুপ: 

ক গ্রুপ-স্কুল পর্যায়: ষষ্ঠ শ্রেণী-এসএসসি পরীক্ষার্থী/ সমমান 

খ গ্রুপ- কলেজ পর্যায়: ১১শ শ্রেণি- এইচএসসি পরীক্ষার্থী/ সমমান


বিজ্ঞাপন


গ গ্রুপ- বিশ্ববিদ্যালয় পর্যায়ে: স্নাতক- স্নাতকোত্তর/ সমমান

প্রতিযোগিতার নিয়মাবলী: 

✓ রচনা বাংলায় লিখতে হবে। অবশ্যই মৌলিক ও অন্য কোথাও অপ্রকাশিত হতে হবে।

✓ ইন্টারনেট থেকে হুবহু কপি ও পেস্ট করা যাবে না। কোথাও থেকে তথ্য নিলে তথ্যসূত্র উল্লেখ করতে হবে।

✓ রচনাটি Sutonny MJ বা ইউনিকোড ফন্টে লিখতে হবে।

✓ রচনার প্রথম পাতায় প্রতিযোগিতার গ্রুপ, প্রতিযোগীর নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার ও ইমেইল আইডি উল্লেখ করতে হবে।

✓ প্রতিযোগীর পাসপোর্ট সাইজের এক কপি ছবি পাঠাতে হবে।

✓ রচনার সাথে শিক্ষার্থীর পরিচয়পত্রের ফটোকপি পাঠাতে হবে। 

✓ প্রতিযোগিতার ফল নির্ধারণ এবং প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন ধরনের পরিবর্তন ও যেকোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার এডুকেশন ওয়াচ সংরক্ষণ করে।

পুরস্কার বিতরণ: তারিখ ও স্থান পরবর্তীতে জানানো হবে।

রচনা পাঠানোর ঠিকানা: ই-মেইল: [email protected] প্রয়োজনে: এসএমএস-০১৬৪৩৩৯০০৭০, হোয়াটসঅ্যাপ-০১৭১১৯৮৭২৭২। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://fb.me/e/3DoDpXZN8

এসএএস/এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর