রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোটার তালিকা জেনারেশনের সময় এনআইডি সংশোধন না করার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

ভোটার তালিকা জেনারেশনের সময় এনআইডি সংশোধন না করতে ইসির নির্দেশনা

ভোটার তালিকা তৈরি, আপডেট ও ডাটা মাইগ্রেশনের মতো কাজে ভোটারদের ডাটা সাময়িকভাবে লক থাকায় এই সময়ে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম সকল পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা দেন।


বিজ্ঞাপন


নির্দেশনায় বলা হয়েছে, ভোটারদের ডাটার ওপর ভোটার লিস্ট জেনারেশন, ভোটার লিস্ট আপডেট, বিভিন্ন রিপোর্ট জেনারেশন, ডাটা মাইগ্রেডেশন, স্টোরেজ আপডেট, সফটওয়্যারের ভার্সন ডেপলয়মেন্টসহ বিভিন্ন কারণে ভোটারদের ডাটা সিস্টেম কর্তৃক লক করা হয় যা সাময়িক সময়ের জন্য।

এতে আর বলা হয়েছে, কোন ভোটার সিস্টেম কর্তৃক লক থাকা অবস্থায় উক্ত ভোটারের সংশোধনের আবেদনের ওপর কোন প্রকার অ্যাকশন না নেওয়ার জন্য সকল পর্যায়ের সংশোধনের আবেদন অনুমোদনকারী কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এমএইচএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর