চারপাশে সবুজ ঘাস। মাঝখানে পিচ ঢালা পাকা রাস্তা। প্রতিদিন বিকেল হলেই এখানে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন। বলছি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের দিয়াবাড়ি সংলগ্ন বউ বাজারের কথা।
নাম ‘বউ বাজার’ তাই বলে এখানে বউ কেনাবেচা হয়- এমনটা ভেবে ভুল করবেন না। মূলত এই বাজারে বেচাকেনা হয় টাটকা শাক-সবজি। ফরমালিন মুক্ত এসব শাক-সবজি কিনতেই প্রতিদিন উত্তরার বিভিন্ন সেক্টরসহ মিরপুর ছাড়াও দূর-দূরান্তের মানুষ এই বাজারে ভিড় জমান।
বিজ্ঞাপন

প্রতিদিন বিকেলে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা চলে বাজারটি। স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রি করেন এখানে। তবে কোনো দোকান নেই। একদম প্রাকৃতিক পরিবেশে খোলা জায়গায় চলে বিক্রি।
সরেজমিন ঘুরে দেখা যায়, প্রায় ৪০ জন বিক্রেতা বিভিন্ন পণ্য বিক্রি করতে আলাদা আলাদা পসরা সাজিয়েছেন। যার অধিকাংশই নারী বিক্রেতা। আর বিক্রি হওয়া পণ্যের বেশিরভাগই টাটকা শাক-সবজি। সঙ্গে রয়েছে বিভিন্ন ফল ছাড়াও নিজেদের লালন-পালন করা গাভির খাঁটি দুধ।
কোনোপ্রকার ভেজাল না থাকায় এসব পণ্য কিনতে তাই প্রতিদিনই বউ বাজারে ভিড় করেন অসংখ্য মানুষ। কেউ কেউ আবার মোটরসাইকেল কিংবা গাড়ি নিয়েও ছুটে আসেন এখানে।
বিজ্ঞাপন

প্রতিদিন বিকাল সাড়ে ৩টায় বাজার শুরু হয়। সোমবার (২৭ জুন) বউ বাজার ঘুরে দেখা যায়, পিচ ঢালা রাস্তার পাশে নিজেদের পণ্য নিয়ে সবুজ ঘাসে বসেছেন নারী-পুরুষ বিক্রেতারা। বিভিন্ন ধরনের শাক ছাড়াও ধুন্দল, চিচিঙ্গা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, কাচা-পাকা কলা, কচুসহ অন্যান্য সবজি বিক্রি হচ্ছে বাজারটিতে। এছাড়াও আছে কাঁঠাল, পাকা পেঁপেসহ খাঁটি গরুর দুধ।
অপর বিক্রেতা হালিমা ঢাকা মেইলকে বলেন, আমার শাক-সবজি দেখেন টাটকা। দুপুরের পর উঠাই আনিছি। কুমড়া গাছ থেকে কাইটাই এখানে আসছি। অনেক বড় সাহেবরা আসেন টাটকা পাইয়া কিইনা নেন।
ধানমণ্ডি থেকে বাজার করতে আসা আসাদুল বলেন, আমি কিছুদিন আগে এখান দিয়ে যাওয়ার সময় বাজারটি দেখি। প্রায় আমাকে উত্তরা আসতে হয়। ফলে এখান থেকে শাক-সবজি কিনে নেই। টাটকা আর ফ্রেশ হওয়ায় আগ্রহ নিয়েই কিনি।

হাউজ বিল্ডিং থেকে আসা অপর ক্রেতা আমজাদ হোসেন বলেন, বিকেলে এই এলাকার প্রাকৃতিক পরিবেশ দেখলে মনটা ভালো হয়। ফেরার পথে এখান থেকে ফ্রেশ পণ্য কিনি। এখানে খাঁটি দুধ পাই, যা ঢাকায় আসলে আমাদের জন্য বিরাট পাওয়া।
দুধ বিক্রেতা শ্রী হরি ঢাকা মেইলকে বলেন, আমার গরুর দুধ প্রতিদিন চার পাঁচ লিটার বিক্রি হয়। প্রতি লিটার দুধ একশ টাকায় বিক্রি হয়।

বউ বাজারে আরও কথা হয় পুলিশ কর্মকর্তা সালেহ ইমরানের সঙ্গে। ঢাকা মেইলকে তিনি বলেন, উত্তরার ১৮ নম্বর সেক্টরে এই বউ বাজারটি দিয়াবাড়ি বউ বাজার নামেই পরিচিত। আরও পরিচিত ফ্রেশ শাক-সবজির বাজার হিসেবে। এখানে আশপাশের মানুষের পাশাপাশি অনেক দূর-দূরান্ত থেকেও ক্রেতারা আসেন। আপনি দেখেন এখানে বিক্রেতা হিসেবে কিন্তু নারীরাও আছে। অর্থাৎ গৃহিণী তার পণ্য আবাদ করছেন, উঠিয়ে বিক্রি করতে আনছেন। এতে তার একটা বাড়তি আয় হচ্ছে।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, স্থানীয় কৃষকরা এই বাজারে তাদের পণ্য বিক্রি করেন। খামারিরাও নিজেদের লালন-পালন করা গরুর দুধ বিক্রি করছেন। পণ্যের ভালো মানের জন্যই কিন্তু ক্রেতারা এখানে আসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন কাজ শেষে বাসায় ফেরার পথে অনেকেই এই বাজারে আসেন। একদিকে টাটকা আর ফ্রেশ পণ্য পাওয়া যায়, অন্যদিকে নিজেদের পণ্য বিক্রয় করে উপকৃত হন স্থানীয় কৃষরাও। সেই সঙ্গে নেই পণ্যের হাত বদল ও মধ্যস্বত্বভোগী। যা বিক্রি হচ্ছে তার আয় সরাসরি যাচ্ছে কৃষকের পকেটেই।
ডব্লিউএইচ/আইএইচ

