রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তরুণদের সব দাবি পূরণ সম্ভব নয়: সমাজকল্যাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

তরুণদের সব দাবি পূরণ সম্ভব নয়: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তী সরকার তরুণদের সব দাবি এক বছরের মধ্যে পূরণ করতে পারবে না। এই সীমিত সময়ে সব কিছু সম্ভব নয়। তবে আমরা কিছু পরিবর্তন ঘটাতে পারি— চুরি কমানো, বিদেশে পাচার হওয়া অর্থের কিছু অংশ ফেরত আনা। তবে সেই পরিবর্তন টিকিয়ে রাখার দায়িত্ব সমাজের।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ইউসেপ বাংলাদেশের কার্যালয়ে জুলাই আন্দোলনে আহত যুবক-যুবতী ও হিজড়া সদস্যদের জন্য কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


উপদেষ্টা বলেন, আমরা চাই আদর্শবান তরুণ প্রজন্ম গড়ে উঠুক, যারা সত্যিকারের দেশপ্রেমের অঙ্গীকার হিসেবে অনিয়ম ও দুর্নীতি রোধ করতে পারবে। একাত্তরের পর বীরযোদ্ধাদের শূন্য হাতে গ্রামে পাঠানো হয়েছিল। আজ আমাদের লক্ষ্য, প্রতিটি ছেলে-মেয়ে যেন লেখাপড়া, কাজ ও দক্ষতায় এগিয়ে গিয়ে খালি হাতে না ফেরে।

তিনি সরকারের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, এক বছর ধরে আমরা শিখেছি, সরকার সব করতে পারে না। রাষ্ট্র একা দেশ গড়ে তুলতে পারে না। দেশের মর্যাদা বজায় রাখতে হলে জনগণকেই সচেতন ও সক্ষম হতে হবে।

শারমীন এস মুরশিদ আরও বলেন, গণপরিবহনে নারীদের হয়রানি বন্ধ করতে এবং নারী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে গাড়ি চালনার প্রশিক্ষণ দেওয়া হবে।

ইউসেপ বাংলাদেশ জুলাই আন্দোলনে আহত ও হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের গাড়ি চালনা, গ্রাফিকস ডিজাইন, বিউটিফিকেশনসহ ৪০টি বিষয়ে কারিগরি প্রশিক্ষণ প্রদান করবে। প্রাথমিকভাবে ২০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ধাপে ধাপে তা আরও সম্প্রসারিত হবে। দেশের আটটি বিভাগীয় শহরে তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ নেওয়া সম্ভব।


বিজ্ঞাপন


ইউসেপ বাংলাদেশের চেয়ারম্যান ড. ওবায়দুর রবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক সাইদুর রহমান খান প্রমুখ।

এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর