সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও তার স্ত্রীর আয়কর ফাঁকি তদন্ত করছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এর অংশ হিসেবে দুজনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। তথ্য হাতে পেলে তাদের আয়কর নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে। আয়কর ফাঁকি হয়েছে কি না, সে বিষয়ে এ সংশ্লিষ্ট টিম কাজ করছে।
বিজ্ঞাপন
এর আগে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী একটি মামলায় আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ-৭১’ নামে একটি সংগঠনের অনুষ্ঠানে হামলার পর সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। সেই একই মামলায় শহীদ খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।
এমআর/ক.ম

