রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‎অবৈধভাবে মজুত করা টিসিবির ৫৪৪ বস্তা চাল জব্দ, আটক ৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম

শেয়ার করুন:

‎অবৈধভাবে মজুত করা টিসিবির ৫৪৪ বস্তা চাল জব্দ, আটক ৭

‎ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য অবৈধভাবে গুদামজাত করে বিক্রি করার অভিযোগে রাজধানীর গেন্ডারিয়ায় একটি গুদামে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সদরঘাট আর্মি ক্যাম্পের বিশেষ এ অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে।

‎রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ফরিদাবাদের আলমগঞ্জ মিল ব্যারাকঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


‎আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে তিনটি গুদাম থেকে টিসিবির ১৯ হাজার ৯৭০ কেজি পরিমাণ ৫৪৪ বস্তা চাল, ৪ হাজার ৭০০ কেজি পরিমাণ ৯৪ বস্তা আটা ও ২ হাজার ৩৭৫ কেজি পরিমাণ ৭১ বস্তা মসুরি ডাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব টিসিবি পণ্য মূলত নিম্নআয়ের মানুষের জন্য নির্ধারিত কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে সরবরাহ করা হয়তো। অথচ কিছু অসাধু ব্যবসায়ী তা অবৈধভাবে মজুদ করে সাধারণ মানুষের নাগালের বাইরে সরিয়ে নিয়ে বিক্রি করে দিচ্ছে।

‎সেনাবাহিনী জানায়, জনগণের ন্যায্য অধিকার রক্ষায় এবং নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকির সুবিধা পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একেএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর