রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেরিয়ে এলো হাদিকে জড়ানো সেই ভিডিওর আসল সত্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

ডিএফপির সভাকক্ষে বক্তব্য দিচ্ছেন মাহফুজ আলম। ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (বামে)। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্য দাবি করে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, ছড়িয়ে পড়া ছবিতে পুরুষ ব্যক্তিটি শরিফ ওসমান হাদি নন।

প্রতিষ্ঠানটির অনুসন্ধান টিম জানিয়েছে, ইন্টারনেট থেকে অ্যান্টোনি ও এনা নামে বিদেশি এক যুগলের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে অনুসন্ধানে antxana নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর ফ্রেমের মিল লক্ষ্য করা যায়।

অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি অ্যান্টোনি ও এনা নামে এক মার্কিন যুগলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তাদের দুইটি সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন ভিডিও তারা এই অ্যাকাউন্টে পোস্ট করে থাকেন। 

অর্থাৎ, ছবিগুলোতে থাকা পুরুষ ব্যক্তিটি হাদি নন।

সুতরাং, হাদির সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্য দাবিতে মার্কিন যুগলের ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।


বিজ্ঞাপন


এসএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর