রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নুরাল পাগলের লাশ পোড়ানোর ঘটনায় সিটিজেন ইনিশিয়েটিভের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

Lash
নুরাল পাগলের লাশ পোড়ানোর দৃশ্য। ছবি- সংগৃহীত।

রাজবাড়ীর গোয়ালন্দে মাজার ভাঙচুর এবং নুরাল পাগলের লাশ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে খাবিত গবেষকদের সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ। 

শনিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ক্ষোভ ও নিন্দা জানানো হয়। 


বিজ্ঞাপন


চেয়ারম্যান নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় কাতারের সহকারী অধ্যাপক ড. হাসান মাহমুদ ও সেক্রেটারি কলোরাডো স্টেট ইউনিভার্সিটির পিএইচডি ক্যান্ডিডেট ও ইন্সট্রাক্টর তাইয়িব আহমেদের যৌথ স্বাক্ষরিত বিভক্তিতে তারা বলেন, একজন মৃত ব্যক্তির দাফনকৃত মরদেহকে উত্তেজিত জনতার হাতে তুলে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া এটি শুধু নৃশংসতা নয়, বরং জুলাইয়ের গণআকাঙ্ক্ষা, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সরাসরি আঘাত।

সিটিজেন ইনিশিয়েটিভ অভিযোগ করে, দীর্ঘদিন ধরে নুরাল পাগল ও তার দরবারকে ঘিরে বিরোধ চললেও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের অদক্ষতা, অবহেলা এবং কার্যকর পদক্ষেপের অভাবেই এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসনের একাধিক বৈঠক হলেও সুনির্দিষ্ট সমাধান না হওয়া, জনরোষ প্রশমনে ব্যর্থতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গাফিলতিই এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি মনে করে, মরদেহ নিয়ে এ ধরনের আচরণ মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিষ্টাচারের ঘোর লঙ্ঘন। পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতেও সংঘর্ষ ও সহিংসতা ঠেকানো না পারা রাষ্ট্রযন্ত্রের দুর্বলতার নগ্ন প্রমাণ বলে বিবৃতিতে দাবি করা হয়।

এ ঘটনায় জড়িত প্রত্যেককে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা এবং দায়ী প্রশাসনিক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানিয়েছে সিআই। পাশাপাশি স্থানীয় জনগণের ধর্মীয় অনুভূতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে রাষ্ট্রকে সামগ্রিকভাবে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। কেবল আইনের শাসন ও মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলেই সহিংসতার দুষ্টচক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর