স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংককে পাড়ি জমাতে চেয়েছিলেন পতিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকী। কিন্তু তাদের আটকে দিল ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ব্যাংকক যাওয়ার উদ্দেশে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে যান এসএম সিদ্দিকী। এসময় ইমিগ্রেশনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাদের ফেরত পাঠানো হয়।
এর আগে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ ব্যানারে একটি গোল টেবিল বৈঠকের আয়োজনে অতিথি হয়ে গিয়ে এবং সেখানে বর্কমান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য দেওয়ার অভিযোগে আটক হন আব্দুল লতিফ সিদ্দিকী।
বিজ্ঞাপন
পরে সাবেক এই মন্ত্রীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এএইচ

