রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

Touhid
ইনসেটে তারেক রহমান। মূল ছবিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘দেশে ফেরার ইচ্ছা একান্তই তার।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।


বিজ্ঞাপন


এসময় তৌহিদ হোসেন এও বলেন, ‘তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমরা সমাধান করব।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কি না, সেটি আমার জানা নেই। তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন, আমরা দিতে পারব।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। তিনি যখন দেশে ফিরতে চাইবেন, আমাদের যতটুকু সহায়তা করার অবশ্যই করব।’


বিজ্ঞাপন


শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ চিঠি দেওয়ার পর ভারতের সঙ্গে আর যোগাযোগ হয়েছে কি না প্রশ্নে পরররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে আর কোনো চিঠি দিইনি আমরা। একদফা দেওয়া হয়েছে, যদি আবার দেওয়া হয়, আপনারা জানতে পারবেন।’

এর আগে গত ১০ আগস্ট নিজের দেশে ফেরা নিয়ে রাজশাহী বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেই তিনি দেশে ফিরবেন। 

সেদিন নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন, ‘ইনশাআল্লাহ অতি শিগগির আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে।’ 

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এরপরই হয়তো জানা যাবে তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ। সেই অপেক্ষায় বিএনপির নেতাকর্মীরা।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর