শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন দুদকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

Hasina-Joy
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য পুলিশ সদর দফতরে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তারা পৃথক দুটি চিঠি পাঠান। 


বিজ্ঞাপন


তাতে বলা হয়, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ইতোমধ্যে বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ন্যায়বিচারের স্বার্থে আসামিদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে।

চিঠির সঙ্গে আদালতের আদেশ, ওয়ারেন্ট অব অ্যারেস্ট, এজাহারের অনুলিপি, চার্জশিট এবং পূরণকৃত রেড নোটিশ ফরম যুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে দুদক।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এখনো তিনি সেখানেই রয়েছেন।

অন্যদিকে, শেখ হাসিনার ছেলে ও আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বরাবরই আমেরিকায় থাকেন। তিনি দেশটির নাগরিকত্বও নিয়েছেন।


বিজ্ঞাপন


এমআই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর