রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আদাবরে পুলিশকে কুপিয়ে জখম: মূলহোতা জনি ও রনি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

Joni
পুলিশের ওপর হামলায় জড়িত ‘কবজি কাটা’ গ্রুপের জনি ও রনি। ছবি- ঢাকা মেইল

আদাবরে পুলিশের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় হামলার নেপথ্যে থাকা ‘কবজি কাটা’ কিশোর গ্যাংয়ের মূলহোতা জনি ও রনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎এছাড়া এ গ্রুপের আরও ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

540912485_1336491335153120_3123017925035863633_n


বিজ্ঞাপন


এর আগে গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেফতার করে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ১১১ জন।

গত সোমবার রাত ১১টায় আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। এতে আল-আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহতাবস্থায় জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, এই হামলার নেপথ্যে থাকা ‘কবজি কাটা’ গ্রুপ দীর্ঘদিন ধরে আদাবর ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মে তারা জড়িত।

একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর