রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৮ দফা দাবিতে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউটিএল নেতাদের বৈঠক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

৮ দফা দাবিতে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউটিএল নেতাদের বৈঠক
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউটিএল নেতাদের সাক্ষাৎ সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) এর নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইউটিএল এর আহবায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।


বিজ্ঞাপন


সাক্ষাৎকালে ইউটিএল প্রতিনিধিরা সংগঠনের মিশন ও ভিশন ইউজিসি চেয়ারম্যানের কাছে উপস্থাপন করেন। পাশাপাশি দেশের উচ্চশিক্ষা, শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা রক্ষা এবং ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আট দফা দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

১. জুলাই অভ্যুত্থানে শিক্ষক-শিক্ষার্থীদের অবদানের একাডেমিক ডকুমেন্টেশন ও সব বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কর্নার’ প্রতিষ্ঠা।
২. বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন।
৩. পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমান গবেষণা সুযোগ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ।
৪. শিক্ষক নিয়োগে আন্তর্জাতিক মান বজায় রাখা, সংকটাপন্ন বিশ্ববিদ্যালয়ে দ্রুত নিয়োগের অনুমোদন এবং পূর্বের অনিয়ম তদন্ত।
৫. শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আবাসন ও পর্যাপ্ত বৃত্তির ব্যবস্থা।
৬. বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী (ক্যাম্পাস পুলিশ) নিয়োগ ও জরুরি হটলাইন চালু।

সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, ‘জুলাইকে কেন্দ্র করে এ ধরনের একটি শিক্ষক সংগঠনের প্রয়োজন ছিল। শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল বিষয়ে আমরা মন্ত্রণালয়ে কথা বলবো। আশা করি সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। একই সঙ্গে অচিরেই বিশ্ববিদ্যালয়গুলোতে ‘জুলাই কর্নার’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।’


বিজ্ঞাপন


তিনি আরও আশ্বাস দেন, অন্যান্য দাবি ও প্রস্তাবনাও বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, ‘এসব দাবি বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা আরও এগিয়ে যাবে এবং শিক্ষক সমাজ মর্যাদার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবেন।’

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— অধ্যাপক ড. এস মনিরা আহসান (ঢাবি), অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব রাজ্জাক (বুয়েট), অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসাইন (ঢাবি), অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী (চবি), আরিফুল ইসলাম (ঢাবি), অধ্যাপক ড. রুহুল আমিন (ঢাবি), অধ্যাপক ড. আবু লায়েক (জবি), অধ্যাপক ড. জহিরুল ইসলাম (ঢাবি)।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর