রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোহাম্মদপুরে বিভিন্ন মামলায় গ্রেফতার ৫০

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে বিভিন্ন মামলায় গ্রেফতার ৫০
মোহাম্মদপুরে বিভিন্ন মামলায় গ্রেফতার ৫০। ছবি: সংগৃহীত

মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।


বিজ্ঞাপন


তিনি জানান, গ্রেফতারকৃত ৫০ জনের মধ্যে ডিএমপির ৪০ জন, পরোয়ানাভুক্ত ৩ জন, ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন, মাদক মামলায় ২ জন এবং অন্য মামলায় ১ জন।

আরও পড়ুন: মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১২

গ্রেফতারকৃতরা হলেন— মহিউদ্দিন (৩৬), ফয়সাল (৩০), তামিম (২৩), আল আমিন (৩২), জিলানী (২৯), জাফর (৩১), সাফায়েত (২০), আতিকুল ইসলাম (২০), শাকিব (২০), হাফিজ মোল্লা (৩২), ফিরোজ (২৮), নুর মোহাম্মদ (২৬), ইসমাইল (১৮), সবুজ (৩৫), সুজন (২০), মামুন (৩৫), সুজন (২৪), লাল (১৭), সুম্ময় (১৮), বন্যা (৩৬), বিপ্লব (২৪), শাহিন (২০), রাসেল (৩৩), লিয়ন হাওলাদার (২২), জাহিদ (১৯), রুবেল (৩০), তরিকুল (৩২), সগির (৩৯), আলামিন (৩৯), নিজাম ফরাজী (৪২), আনসুপ হোসেন (২৪), শাহিনুর (২৭), হারুনুর রশিদ (৩১), মাহবুব আলম (৫৫), অলিউল্লাহ (২৮), ইব্রাহিম (২৪), মোজাম্মেল হক (১৯), রুবেল হোসাইন (২৬), জাকারিয়া (২৭), শাকিব (৩০), শহিদুল ইসলাম (৩৫), সায়েম (১৮), আব্দুল আউয়াল (৫৫), মোহাম্মদ বেলাল (৪০), আব্দুর রশিদ (৩৬), রাসেল মিয়া (৩০), নাহিদুল ইসলাম (২১), আশরাফুল ইসলাম (২৮), মুন্না (২৬) ও মামুন (৫০)।

তাদেরকে আজ আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


এমআইকে/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর