রাজধানীর আদাবরে সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় অন্তত ১০২ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
বিজ্ঞাপন
তিনি জানান, আদাবরে শনিবার হাউসিং এলাকায় পুলিশ সদস্য আল আমিনকে কুপিয়ে আহতের ঘটনায় এখন পর্যন্ত ১০২ জনকে আটক করা হয়েছে। আদাবরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীসহ অভিযান চলছে। এই ঘটনায় যারা জড়িত তাদের মধ্য থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে আমাদের অভিযান এখন পর্যন্ত চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
একেএস/এফএ

