২০২৪ সালের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুরোনো এই ভিডিও ফেসবুকে ব্যবহার করে ঢাবিতে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল, ছাত্র শিবির ও এনসিপি সমর্থকরা- এমন একটি মিথ্যা অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ঢাবিতে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল, ছাত্রশিবির ও এনসিপি সমর্থকেরা।
বিজ্ঞাপন
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার ও পুরোনো।
এটি মূলত, ২০২৪ সালের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ভিডিও।
এসএইচ/এফএ

