প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান জ্যাকবসন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটার পরপর নির্বাচন ভবনে সিইসির দফতরে এই বৈঠক শুরু হয়।
বিজ্ঞাপন
মার্কিন রাষ্ট্রদূতের এ বৈঠককে ঘিরে সাধারণ সময় থেকে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল ফটকের বাইরে বেরিকেট বসানো হয়েছে। বাড়ানো হয়েছে তল্লাশিও।
ইসির সচিব আখতার আহমেদের নেতৃত্বে ইসি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল দূত ট্র্যাসি অ্যান জ্যাকবসনকে অভ্যর্থনা জানান এবং সিইসির দফতরে নিয়ে আসেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনেন জন্য বৈঠকটি বাতিল করা হয়েছিল।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই ইসির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম কোনো বৈঠক।
বিজ্ঞাপন
এমএইচএইচ/জেবি

