রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নুরের উপরে হামলা: পুলিশের ভূমিকা তদন্তে হচ্ছে কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ০৬:৫০ এএম

শেয়ার করুন:

Nur
গুরুতর আহতাবস্থায় ঢামেকে ভর্তি নুরুল হক নুর। ছবি- ঢাকা মেইল

ব্যাপক মারধরের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এই হামলায় পুলিশের কী ভূমিকা ছিল, সেটি তদন্তে কমিটি গঠন করা হচ্ছে। 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতরের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। 


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘ডিএমপি কমিশনারের (শেখ মো. সাজ্জাত আলী) সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৩১ আগস্ট) ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

নজরুল ইসলাম আরও জানান, পুলিশের বিরুদ্ধে নুরসহ তার দলের অন্য নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পুলিশ সেখানে কী উদ্দেশে হামলা করতে গেল, তাদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, সেসব খুঁজে বের করবে তদন্ত কমিটি।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হন। তবে নুর মারাত্মকভাবে রক্তাক্ত হন।

গণঅধিকার পরিষদের এই নেতা বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। এছাড়া তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এই হামলা দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্মে দিয়েছে।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর