তিন বছর পর চাকরি ফেরতের রায় পেয়েও স্বস্তিতে নেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন। তার পক্ষে যাওয়া হাইকোর্টের সেই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে খোদ দুদকই।
শনিবার (৩০ আগস্ট) শরীফের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। আবেদনটির শুনানি আপিল বিভাগের চেম্বার আদালতে চলতি সপ্তাহে হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে শরীফ উদ্দিনকে চাকরি ফেরতের নির্দেশনা দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, সেটি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: ‘আলহামদুলিল্লাহ’, বললেন শরীফ
শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দিতে গত ৯ জুলাই নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে সব সুযোগ-সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এরপর ওই বছরের ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন।
চাকরি হারানোর পর একটি কোম্পানিতে কয়েক মাস কাজ করেন দুদক কর্মকর্তা শরীফ। চট্টগ্রামে একটি মুদি দোকানেও কাজ করতে দেখা গেছে তাকে।
এএইচ

