গণপরিষদ ও গণভোট নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা জাতীয় নির্বাচনের জন্য। সংসদ নির্বাচনের বাইরে আমাদের অন্য কিছু ভাববার সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণার পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার আহমেদ।
তফসিল কবে এবং ভোট কবে হবে এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল দিব। আমাদেরকে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে আগামী রমজানের আগে ভোট করার জন্য। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু। আবার রমজানতো চাঁদ দেখার উপর নির্ভরশীল। এভাবে আপনি নির্বাচনের তারিখ বের করতে পারেন।’
গণপরিষদ ও গণভোটের দাবির বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্দেশনা জাতীয় নির্বাচনের জন্য, সংসদ নির্বাচনের বাইরে আমাদের অন্য কোনো কিছু ভাববার সুযোগ নেই। ভোটের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছে ইসি।’
ভোটে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে আখতার আহমেদ বলেন, ‘ভোটে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।’
বিজ্ঞাপন
এদিকে নির্বাচনে হেলিকপ্টারের প্রয়োজন হলে তফসিল ঘোষণার দুই মাস আগে জানাতে হবে বলে রোডম্যাপে উল্লেখ করা হয়েছে।
ইসি রোডম্যাপে জানিয়েছে, তফসিল ঘোষণার দুই মাস আগে হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হবে— এমন ভোটকেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিসার্ট, যাত্রা শুরু ও শেষ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য জানানোর জন্য জেলা নির্বাচন অফিসার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িকে নির্দেশনা দেওয়া হবে।
এমএইচএইচ/ক.ম

