রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসির শুনানিতে ফরিদপুর, টাঙ্গাইল ও সিলেটের আসন পুনর্বিন্যাসের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

EC
ইসির শুনানি শেষে কথা বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. জহিরুল হক শাহজাদা মিয়া। ছবি- ঢাকা মেইল

জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসে ফরিদপুর, টাঙ্গাইল ও সিলেটের প্রতিনিধিরা বাড়তি আসন ও পুরনো আসন বিন্যাস পুনঃস্থাপনের দাবি তুলেছেন। বুধবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে তারা এ দাবি জানান।

শুনানি শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. জহিরুল হক শাহজাদা মিয়া সাংবাদিকদের বলেন, ২০০৮ সালের আগে সকল নির্বাচনে সদরপুর ও চরভদ্রাসন ফরিদপুর-৪ এবং ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসন ছিল। আমরা পূর্বের মতো আসন বিন্যাস চাই। কিন্তু ২০০৭ সালে এসে এক-এগারো সরকারের সময় তিনটি উপজেলাকে একত্র করে একটি আসন করা হয়েছে। এতো বড় আসন একজন প্রতিনিধি দ্বারা সেবা দেওয়া সম্ভব নয়। তাই আমরা চাই পূর্বের মতো দুটি আসন করা হোক।


বিজ্ঞাপন


কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ২০০১ সাল পর্যন্ত চরভদ্রাসন ও সদরপুর দুটি উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন ছিল। কিন্তু ২০০৮ সালে ভাঙ্গা উপজেলাকে (পূর্বের ফরিদপুর-৫ আসন) ফরিদপুর-৪ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আমরা ফরিদপুর ৪ আসনটি ২০০১ সালের ন্যায় ফিরে পেতে চাই। একইসঙ্গে ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসন ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। 

এদিকে টাঙ্গাইলবাসীরাও একটি আসন বাড়ানোর দাবি তোলেছেন। তারা বলেন, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা নিয়ে টাঙ্গাইল-৬ আসন গঠিত। তবে তারা দেলদুয়ার উপজেলাকে একটি আলাদা আসন করার কথা বলেছেন।

সিলেট-১ আসনের প্রতিনিধি অ্যাডভোকেট তাজউদ্দীন বলেন, সিটি করপোরেশনের ২৫,২৬,২৭ ওয়ার্ড সিলেট-১ থেকে কেটে সিলেট-৩ আসনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এ ওয়ার্ডগুলোকে সিলেট-১ আসনে অন্তর্ভুক্ত রাখার দাবি জানাই।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর