রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

DC
ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

দেশের ছয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


যেসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো- পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালী, পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার ডিসি করা হয়েছে।

আরও পড়ুন

বিতর্কিত ডিসিদের যত আমলনামা

সিলেটের ডিসি হলেন আলোচিত সেই ম্যাজিস্ট্রেট সারোয়ার

অন্যদিকে, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনা এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি করা হয়েছে।


বিজ্ঞাপন


অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর দেশের প্রায় সব জেলা প্রশাসককে পরিবর্তন করে। নির্বাচন সামনে রেখে সরকার প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সব জেলা প্রশাসক পদে পরিবর্তন আসতে পারে বলে সূত্রে জানা গেছে। 

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর