রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএসএফের হাতে আটক পুলিশ কর্মকর্তা কি রংপুরের এসি আরিফুজ্জামান?

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

বিএসএফের হাতে আটক পুলিশ কর্মকর্তা কি রংপুরের এসি আরিফুজ্জামান?
রংপুরের এসি আরিফুজ্জামান

ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহজনক ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। বলা হচ্ছে, পরিচয়পত্র অনুযায়ী তিনি বাংলাদেশ পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএসএফ সদস্যরা সীমান্তে টহল দেওয়ার সময় এক ব্যক্তিকে লক্ষ্য করেন। অভিযোগ করা হয়, অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। তাই তাকে আটক করা হয় এবং তল্লাশির পর তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও পরিচয়পত্র উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক ব্যক্তির কাছ থেকে যেসব পরিচয়পত্র পাওয়া গেছে, তা দেখে ধারণা করা যায়, তিনি বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিএসএফ দিল্লিতে কেন্দ্রীয় পর্যায়ে জানায় এবং পরে আটক ব্যক্তিকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা গ্রেফতার

ঘটনার পর পশ্চিমবঙ্গ পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি। তবে ভারতের নিরাপত্তা ও গোয়েন্দা মহলের দুটি ভিন্ন সূত্র থেকে দুজনের নাম উঠে এসেছে।

প্রথম সূত্র অনুযায়ী, আটক ব্যক্তি হতে পারেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. আরিফুজ্জামান। জানা গেছে, তিনি ছাত্র আন্দোলনের সময় রংপুরে কর্মরত ছিলেন। তবে সরকার পরিবর্তনের পর তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি গত ১৭ আগস্ট পর্যন্ত কর্মস্থলে না থাকায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


তবে তার হঠাৎ করে নিখোঁজ হওয়া, সীমান্তে অনুপ্রবেশের ঘটনা এবং বিএসএফের হাতে ধরা পড়া ব্যক্তির পরিচয়ের সাথে মিল থাকায় সন্দেহ আরও জোরালো হচ্ছে, তিনিই হয়তো সেই ব্যক্তি।

অন্য একটি সূত্র বলছে, আটক ব্যক্তি হতে পারেন নাজমুল সরদার। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার আপ্তসহায়ক (এসিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তার অবস্থান নিয়েও কোনো তথ্য ছিল না। ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে, নাজমুল আত্মগোপনে ছিলেন এবং এখন সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করার সময় ধরা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

যদিও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নজরদারিতে রেখেছে বলে জানা গেছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর