শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেই ভাইরাল সিদ্দিককে ধানমণ্ডিতে ধাওয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক 
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

সেই ভাইরাল সিদ্দিককে ধানমণ্ডিতে ধাওয়া

ধানমন্ডি-৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে জনতার রোষে পড়ে ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন ভাইরাল সিদ্দিক। যিনি কখনো নিজেকে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, আবার কখনো বিএনপি, জামায়াত ও এনসিপিকে গালাগালি করে আলোচনায় এসেছেন। 

শুক্রবার দুপুরে তিনি ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করলে এ ঘঠনা ঘটে।  


বিজ্ঞাপন


Screenshot_2025-08-15_153210

এসময় তাকে দেখামাত্র জনতা ধাওয়া দেন। পরে তিনি পূর্ব পাশের প্রধান সড়কে চলন্ত বাসে ওঠে পালানোর চেষ্টা করেন। কিন্তু তাকে নামিয়ে নেয় তারা। এসময় তাকে কয়েকজন যুবক বেধড়ক পিটুনি দেন। পরে তাকে ধাওয়া দিলে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এরপর শতাধিক জনতা তাকে ঘিরে ধরলে তরিকুল নামে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) তাকে হেফজাতে নিয়ে এলাকা থেকে বের করে দেন। 

এসময় তিনি  উপস্থিত সাংবাদিকদের বলেন, তিনি শ্রদ্ধা জানাতে এসেছিলেন। পরে সিদ্দিক মিরপুর সড়ক ধরে চলে যান। 

এই সিদ্দিক সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে বলেন, ‘বিএনপি ও জামায়াতের চৌদ্দ গোষ্ঠির ক্ষমতা নাই গোপালগঞ্জের তিনটা আসন শেখ হাসিনার কাছ থেকে নেওয়ার। এমন কেউ পৃথিবীতে জন্ম হয় নাই।’ 


বিজ্ঞাপন


Screenshot_2025-08-15_152442

আরেকটি ভিডিওতে দেখা যায়, সিদ্দিক জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলছেন, ‘আমিতো আজকের বিএনপি না। জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন।’

আরেকটি ভিডিওতে সিদ্দিক বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলছেন, ‘ইউনুস আমি তোমাকে হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি কি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবা…।’   

এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর