রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীমের দ্বিপক্ষীয় বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ০৮:২৮ এএম

শেয়ার করুন:

ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীমের দ্বিপক্ষীয় বৈঠক চলছে

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনটি ব্যস্ততায় কাটাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন তিনি।

সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাযায়ায় পৌঁছান। পারদানা পুত্রা ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। তখন দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।


বিজ্ঞাপন


এরপর আনুষ্ঠানিকতা অনুযায়ী ড. ইউনূস সফরসঙ্গীদের নিয়ে স্বাগত অনুষ্ঠানে অংশ নেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ দেশের উচ্চপদস্থ কূটনীতিক, ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের পরিচয় করিয়ে দেন।

এ সময় ড. ইউনূস ভিজিটরস বইয়ে স্বাক্ষর করেন। পরে সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহীম একসঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।

এদিন ড. ইউনূস মালয়েশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে একটি সেশনেও অংশ নেবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। সফরের দ্বিতীয় দিনটি বিভিন্ন বৈঠক ও আলোচনায় ভরপুর থাকবে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


তিন দিনের এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য খাতগুলোর মধ্যে রয়েছে— প্রতিরক্ষা, শ্রমবাজার, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের বিষয়ে সমন্বিত উদ্যোগ।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর