রাজধানীর মৌচাকে একটি বেসরকারি মেডিকেল কলেজে প্রাইভেট কারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং মরদেহ দুটি উদ্ধার করে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিং এ প্রাইভেট কারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার আফসানা। তিনি ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ওসিসহ অন্যরা গিয়েছেন। মরদেহ দুটি নারী নাকি পুরুষ এখনও জানা যায়নি। বিস্তারিত পেলে জানানো হবে।
বিজ্ঞাপন
পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, বেজমেন্টে পার্কিংয়ের একটি প্রাইভেটকারে লাশ দুটি পাওয়া যায়। ড্রাইভারের সিটে একটি এবং পাশের সিটে আরেক লাশ ছিল। গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। সিসিটিভি পর্যালোচনা করা হয়েছে।
ডিসি বলেন, হাসপাতালটিতে নিহতদের স্বজন ভর্তি আছেন। বেজমেন্টে সাফোকেশন থাকে, প্রচণ্ড গরম। গরমের কারণে মরদেহ পচে গেছে।
মাসুদ আলম জানান, সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে থানায় খবর আসে। প্রাইভেট কারটি গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালে পৌঁছে। গাড়িটির মডেল টয়োটা ফিল্ডার এক্স। মালিকের নাম জোবায়ের আহমেদ সৌরভ।
এমআইকে/এফএ

