রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওসি প্রদীপের ফাঁসির নির্দিষ্ট তারিখ দাবি, অন্যথায় কঠোর কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

ওসি প্রদীপের ফাঁসির নির্দিষ্ট তারিখ দাবি, অন্যথায় কঠোর কর্মসূচি

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজারের সাবেক ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণা চায় এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। অন্যথায় তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও জানিয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংগঠনটির সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ এই দাবি জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, মেজর (অব.) সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে অনেক আগেই। কিন্তু আজ পর্যন্ত ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা হয়নি। এটা কেবল বিলম্ব নয়, এটা ন্যায়বিচারের অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা, আর জাতির সাথে প্রহসন।

তিনি আরও বলেন, প্রদীপের মতো একজন দাগী খুনি। তার ফাঁসি কার্যকরে সরকারের এই দীর্ঘসূত্রতা কী বার্তা দিচ্ছে? যে অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারে? এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়; আমাদের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, আমরা এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানাচ্ছি; এই বিলম্ব আর চলবে না। আমরা আজ সংবাদ সংম্মলন থেকে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায়, আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধা হব।

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর