রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

থানার অস্ত্র সংক্রান্ত ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

থানার অস্ত্র সংক্রান্ত ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্ত

রাজধানীর একটি থানা থেকে লুট হওয়া অস্ত্র সংক্রান্ত ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্ত করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) এ তথ্য শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

প্রতিষ্ঠানটি জানায়, রাজধানীর খিলগাঁও থানা থেকে গণঅভ্যুত্থানের এক বছর পর বিপুল সংখ্যক লুট করা অস্ত্র একটি মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে দাবিতে ফেসবুকে কিছু ছবি প্রচার করা হচ্ছে।


বিজ্ঞাপন


তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, অস্ত্রগুলো সাম্প্রতিক সময়ে নয়, গণঅভ্যুত্থানের পরপরই ২০২৪ সালের ৭ আগস্ট খিলগাঁওয়ের স্থানীয় এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এই কাজে সহযোগিতা করে খিলগাঁও ঈমানবাগ জামে মসজিদের ইমাম ও মুসল্লিরা।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর