রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভুয়া স্লিপে মোটরসাইকেল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা, আটক ১

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০৯:৪০ পিএম

শেয়ার করুন:

Ramadan
আটক রমজান আলী। ছবি: সংগৃহীত

থানার ভেতরে ডাম্পিং ইয়ার্ড থেকে এআই দিয়ে তৈরিকৃত ভুয়া রেকার স্লিপ তৈরি করে মোটরসাইকেল ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে রমজান আলী নামে একজনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।

রোববার (১০ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।


বিজ্ঞাপন


পুলিশ কর্মকর্তা জানান, রমজান ডাম্পিং ইয়ার্ড থেকে একটি মোটরসাইকেল নেওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ তার কাছে বৈধ কাগজপত্র দেখতে চায়। কিন্তু তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে তাকে আটক করা হয়।

থানা পুলিশ জানিয়েছে, রমজান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া রেকার স্লিপ এবং ডাম্পিং স্লিপ তৈরি করেন। সেটি নিয়ে রমজান থানায় আসেন এবং ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেলটি ছাড়াতে যান। এ সময় ডাম্পিং ইয়ার্ডে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট বিষয়টি খেয়াল করেন এবং লক্ষ্য করেন যে, জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত স্লিপে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ও সিল জাল করা। তাৎক্ষণিক রমজান আলীকে আটক করে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত কাগজপত্র জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআইকে/জেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর