রাজধানীতে জাহিদ বিশ্বাস (২৫) এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
শনিবার (৯ আগস্ট) রাতে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
সিটিটিসি সূত্র জানায়, জাহিদ বিশ্বাস তার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ড্রাইভিং লাইসেন্স, সোস্যাল সিকিউরিটি নাম্বার, ভুয়া পাসপোর্টের পিএসডি ফাইল এবং গুগল ও আইটিউনসের ভুয়া গিফটকার্ড বিক্রি করে নগদ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এ কাজের মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।
এমআইকে/এএইচ

