‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন’ শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধ ও বিষয়বস্তুর বাইরে উপদেষ্টাদের নিয়ে গণমাধ্যমে ভুল বক্তব্য প্রকাশের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন।
শনিবার (৯ আগস্ট) এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম ও মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়ে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, গতকাল (৮ আগস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামীর জনপ্রশাসন’ শীর্ষক সেমিনার সম্পর্কিত মাননীয় উপদেষ্টাদের নিয়ে দু-একটি গণমাধমে প্রকাশিত ও প্রচারিত সংবাদটি সেমিনারের আয়োজক বাংলাদেশ অ্যামিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে এসোসিয়েশনের বক্তব্য নিম্নরূপ:
গতকাল আয়োজিত সেমিনারের বিষয়বস্তু সম্পর্কিত সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়। সেই বিজ্ঞপ্তির আলোকে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করলেও দুই-একটি গণমাধ্যমে সেমিনারের মূল প্রবন্ধ ও বিষয়বস্তুর বাইরে উপদেষ্টাদের নিয়ে প্রতিবদেন প্রকাশ করে, যা এসোসিয়েশনের বক্তব্য নয়।
এসোসিয়েশন আয়োজিত সেমিনার একটি একাডেমিক বিষয়। এতে বিভিন্ন পর্যায়ের বিজ্ঞজনেরা দেশের জনপ্রশাসনের গতিপ্রকৃতি ও প্রত্যাশা নিয়ে তাদের নিজস্ব বক্তব্য দেন, এসোসিয়েশনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে আগামী দিনের জনপ্রত্যাশা ও জনপ্রশাসন নিয়ে অনেক ইতিবাচক-নেতিবাচক আত্মসমালোচনা ও গঠনমূলক বক্তব্য, পরামর্শ উঠে আসে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের চারজন সদস্যও তাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এসোসিয়েশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সেসব বিষয় উল্লেখ করা হয়। এটাই এসোসিয়েশনের বক্তব্য।
বিজ্ঞাপন
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন মনে করে, বর্তমান অর্র্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দৃশ্যমান সংস্কার কার্যক্রমসহ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাচ্ছে।
এএইচ

