রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭
বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। ছবি: সংগৃহীত

বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট)  রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান চালানো হয়। বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন— জাবির (২৫), মিঠু (১৯), আদর (২২), আনন (১৮), নয়ন (২০), হৃদয় (২৬), মেহেদী হাসান (২১), আল আমিন (২১), দিগন্ত (২২), জুয়েল (২৭), রায়হান (১৯), মনির (২৯), শাহীন (৩৫), মামুন অর রশিদ ওরফে আবির (৩৫), কাজী মোহাম্মদ জায়েদ (৩২), ইউনুছ (২২), রুস্তম আলী (৫০)। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ২ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

arrest-1

মোহাম্মদপুর থানা সূত্র জানায়, বৃহস্পতিবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


অন্যদিকে আদাবর থানা সূত্র জানায়, থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর