শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লালবাগে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

লালবাগে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার লালবাগে ভবনের ছাদের রেলিং থেকে নিচে পড়ে ‍গুরুতর আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সোলেমান শাহাদাত (২০)। সোলেমান লালবাগের স্থানীয় একটি কলেজে পড়াশোনার পাশাপাশি ধানমন্ডির একটি রেস্তোরাঁয় খণ্ডকালীন চাকরি করতেন।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোলেমান। তার বাবা নাজমি শাহাদাত পেশায় নিরাপত্তাকর্মী। 


বিজ্ঞাপন


লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, গত রাতে সোলেমান রেস্তোরাঁর কাজ শেষে তার বন্ধু সিয়ামের বাসায় গিয়েছিল। তারা দুজন বাড়ির তৃতীয় তলার ছাদে বসেছিলেন। সেখানে এক সময় সোলেমান ছাদের রেলিং থেকে দুই ভবনের মাঝের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার বন্ধুরা। এরপর রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোলেমানকে মৃত ঘোষণা করেন।

সোলেমানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এমআইকে/ক.ম  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর