রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লালবাগে ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ০৭:০৯ এএম

শেয়ার করুন:

DMCH
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল

পুরান ঢাকার লালবাগ থানা এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে এক কলেজছাত্র মারা গেছে। তার নাম মো. সোলেমান (২৫)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে লালবাগ থানাধীন ৩ নম্বর জগন্নাথ শাহ লেনের তৃতীয় তলার একটি ভবন থেকে ওই শিক্ষার্থীর পড়ে যাওয়ার ঘটনা ঘটে। তিনি পড়াশোনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।


বিজ্ঞাপন


গুরুতর আহত অবস্থায় রাত ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই বাসার মালিক মো. মাইনুদ্দিন বলেন, সোলেমান আমার ছেলের শৈশবের বন্ধু, একসঙ্গে পড়াশোনা করতো। সোলেমান পড়াশোনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে চাকরি করতো। রাতে রেস্টুরেন্টে ডিউটি শেষে সে আমাদের বাসায় আসে। এরপর আমার ছেলে ও সে ছাদে গিয়ে গল্প করছিল। হঠাৎ সোলেমানের শরীর খারাপ লাগায় আমার ছেলে তাকে বাসায় চলে যেতে বলে।

বাসার মালিক আরও বলেন, এর কয়েক মিনিট পর হঠাৎ দেখি ছাদের পেছন দিকে থাকা রেলিংয়ের পাশ থেকে সোলেমান নিচে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোলেমান লালবাগ এলাকার নাজমি শাহাদাতের সন্তান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর